ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৬ মিনিট আগে
শিরোনাম

বিমানে আসলেও পেঁয়াজের দাম কি কমবে?

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:৪০

বিমানে আসলেও পেঁয়াজের দাম কি কমবে?

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রায় ২৫০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার পর্যন্ত কেজিপ্রতি ২২০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনের মধ্যে শুক্রবার পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে।

এমন পরিস্থিতিতে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে কার্গো উড়োজাহাজে করে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মিসর থেকে কার্গো বিমানযোগে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান মঙ্গলবার ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

ধারণা করা হয়েছিল মিশর থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে আসলেই দাম সহনশীল পর্যায়ে চলে আসবে।

তবে সাতক্ষীরার বড় বাজারের পাইকারী পেঁয়াজ ব্যবসায়ী মেসার্স সাকিব এন্টারপ্রাইজের মালিক শেখ কামরুজ্জামান বলেন, ‘গতকাল চট্টগ্রাম থেকে পেঁয়াজ এনেছি। প্রতি কেজির দাম পড়েছে ১৯০ টাকা। বিক্রি করছি ২১০-২২০ টাকায়। বাজারে পেঁয়াজের সরবরাহ খুবই কম। একদিকে দাম বেশি অন্যদিকে কম দামে বিক্রি করার ব্যাপারে প্রশাসনিক চাপের কারণে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন। ব্যবসায়ীরা বেশি দামে ক্রয় করে কম দামে বিক্রি করবে না।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে পেঁয়াজের বাজারমূল্য কম হওয়ার কোনো সম্ভাবনা নেই। নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে। ভারত থেকে আমদানি শুরু হলেও দাম কমে যাবে। এছাড়া পেঁয়াজের দাম কমার কোনো সম্ভাবনা নেই।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত