ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পেঁয়াজের বাজারে পুলিশি অভিযান, দাম কমেছে ২০-৪০ টাকা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ১৮:৪৩

পেঁয়াজের বাজারে পুলিশি অভিযান, দাম কমেছে ২০-৪০ টাকা

কুষ্টিয়ায় বাজারে ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকা হচ্ছে এমন অভিযোগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে জেলা পুলিশ সতর্কতামূলক অভিযান চালিয়েছে। শনিবার সকালে কুষ্টিয়া শহরের পৌর বাজারে অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত।

তবে অভিযোগ রয়েছে পুলিশ আসার আগেই অধিকাংশ পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের নিকট থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন।

অভিযানে গিয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন।

এ সময় কয়েকজন ক্রেতা বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগ করেন। কেউ কেউ প্রতিকেজি পেঁয়াজ ২১০-২২০ টাকা দরে কিনেছেন বলেও জানান।

পরে পুলিশ সুপার প্রত্যেক পেঁয়াজ ব্যবসায়ীকে ডেকে সতর্ক করেন।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বাংলাদেশ জার্নালকে জানান, অভিযানের পর থেকে পৌর বাজারে পেঁয়াজের দাম প্রতিকেজিতে ২০ থেকে ৪০ টাকা কমে এসেছে। এই অভিযান জেলার বিভিন্ন উপজেলায়ও পরিচালনা করা হবে। পরবর্তীতে কেউ যদি ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে। এছাড়াও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যারা পেঁয়াজের মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করছে তাদেরও খুঁজে বের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত