ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে পেঁয়াজ নিয়ে হাজির জামাই

  ধামরাই প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ২২:১৭

শ্বশুরবাড়িতে মিষ্টির বদলে পেঁয়াজ নিয়ে হাজির জামাই
প্রতীকী ছবি

দ্বিশতক হাঁকিয়েও অপরাজিত রয়েছে পেঁয়াজ। বর্তমানে বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা। এক সপ্তাহ আগে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০ টাকায়। সে হিসাবে শুধু এক সপ্তাহের ব্যবধানে রান্নায় অতি প্রয়োজনীয় এ মসলা জাতীয় পণ্যটির দাম প্রতিকেজিতে বেড়েছে ৯৫ টাকা।

রিকশাওয়ালা থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউই পিছিয়ে নেই পেঁয়াজের আলোচনায়। আর এই যখন অবস্থা তখন শ্বশুরবাড়িতে পেঁয়াজ নিয়ে গিয়ে রীতিমতো আলোচনায় এসেছেন এক জামাই।

ঘটনাটি ঘটেছে ঢাকার উপকণ্ঠ ধামরাইয়ে। ধামরাইয়ের আতুল্লারচর গ্রামের আবুল কাশেমের বাড়িতে শুক্রবার দিবাগত রাতে তার জামাই শেখ মো. রজব আলী আগের মতো মিষ্টি ও ফলমূল না এনে বাজার থেকে উপহার সামগ্রীর বাক্সে করে ১২ কেজি পেঁয়াজ আনেন। প্যাকেট খুলে পেঁয়াজ দেখে শ্বশুরবাড়ির লোকজন মহাখুশি।

প্রসঙ্গত, এর আগে বিয়ের উপহার হিসেবে পেঁয়াজ দিতে দেখা গেছে। তাছাড়া ভিক্ষুকরা ভিক্ষায় পেঁয়াজ দেওয়ার দাবি জানিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত