ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

হবিগঞ্জে পিইসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত দুই হাজার

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ২০:৫৭

হবিগঞ্জে পিইসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত দুই হাজার

হবিগঞ্জের নয়টি উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিল ২ হাজার ৬৩ জন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম দিনের ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক জানান, নয়টি উপজেলায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৯শ’ ৯৪ জন। এর মধ্যে প্রাথমিক শিক্ষার পরীক্ষার্থী ৩৭ হাজার ৯০ জন ও ইবতেদায়ী পরীক্ষার্থী ২ হাজার ৯শ’ ১ জন। জেলার ১৪২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। কিন্তু পরিক্ষার প্রথমদিন ইংরেজি পরিক্ষায় ২ হাজার ৬৩ জন। এছাড়া, ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষার্থী ২ হাজার ৯১ জনের মধ্যে ৪৬৪ জন অনুপস্থিত ছিল।

তিনি বলেন, যে পরিমাণ পরিক্ষার্থী প্রথম দিনেই অনুপস্থিত ছিল সেটি সত্যিকার অর্থে উদ্বেগজনক। আমরা পরিক্ষা শতভাগ উপস্থিতির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। কিন্তু এরপরও মা-বাবার অসচেতনতার কারণে এত বিশাল সংখ্যক শিক্ষার্থী পরিক্ষায় অনুপস্থিত ছিল।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত