ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

অতিরিক্ত দামে বিক্রির সময় ট্রাক ভর্তি লবণ জব্দ

  ভোলা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৯, ২০:০৭  
আপডেট :
 ১৯ নভেম্বর ২০১৯, ২০:৩৮

অতিরিক্ত দামে বিক্রির সময় ট্রাক ভর্তি লবণ জব্দ
ফাইল ছবি

বেশি দামে বিক্রির সময় ট্রাক ভর্তি লবণ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলার শহরের মহাজনপট্টির খালপাড় এলাকায় থেকে লবণের ট্রাকটি জব্দ করেন ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন।

এ সময় মো. হাসান নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমনা করা হয়েছে।

জানা যায়, হঠাৎ করে লবণের দাম বাড়ার গুজব ছাড়িয়ে পড়লে শহরের খালপাড় পাইকারি বাজারে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। এই সুযোগে অতিরিক্ত দামে লবণ বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। এমন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক লবণসহ মো. হাসান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন জানান, লবণের দাম বাড়ার গুজবে ক্রেতারা ভিড় জমালে অতিরিক্ত দামে বিক্রি শুরু করে ক্রেতারা। খবর পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে এক ট্রাক লবণসহ মো. হাসান নামের এক ব্যবসায়ীকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত