ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চালের দর নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

  নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৯, ১৪:১৯

চালের দর নিয়ন্ত্রণে মত বিনিময় সভা

চালের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে নওগাঁয় মিল মালিক ও ধান-চাল ব্যবসায়ীদের সাথে প্রশাসনের কর্মকর্তাদের মত বিনিময় সভা হয়েছে।

আজ সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়ে সভা বেলা ১১ টা পর্যন্ত চলে।

অনুষ্ঠিত সভায় মিল মালিকরা চালের বাজার দর স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতি দেন। মিল মালিকরা বলেন- দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। তবে সরু ধানের বাজার দর বাড়ায় গেল সপ্তাহে মিনিকেট বা জিরা শাইলসহ বিভিন্ন জাতের সরু চালের দর কিছুটা বেড়েছে। কিন্তু নতুন আমন ধান উঠতে শুরু করায় তা আবার স্থিতিশীল অবস্থায় ফিরছে।

গুজব ছড়িয়ে যাতে অসাধু চক্র ফায়দা লুটতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয় বৈঠক থেকে। একইসাথে আমন মওসুমের উৎপাদিত ধানে কৃষকের নায্য দাম নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসনের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, ধান চালের বাজার দর সামন্জস্যে রাখতে পাইকারী ও খুচরা পর্যায়ে তদারকি বাড়ানো হয়েছে।

সভায় জেলা প্রশাসক হারুন অর রশিদ ছাড়াও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, বাজার পরিদর্শন কর্মকর্তা, ভোক্তা অধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত