ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চিকিৎসায় অবহেলা, প্রাণ দিলো রোগী

চিকিৎসায় অবহেলা, প্রাণ দিলো রোগী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা অবহেলায় জেসমিন খাতুন (২৭) নামে এক রোগী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- ওই গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি।

নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী। জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

স্বজনদের দাবি- হাসপাতালের চিকিৎসা অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জেসমিন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছে।

তবে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণেই তিনি গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়েছেন। চিকিৎসায় অবহেলার অভিযোগ সঠিক নয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরে মরদেহ নিয়ে যান স্বজনরা। এনিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত