ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

৩০ টাকার বেশি দামে লবণ বিক্রি করা যাবে না

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ০৯:০৬

৩০ টাকার বেশি দামে লবণ বিক্রি করা যাবে না

ব্যবসায়ীদের সতর্ক করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, লবণ নিয়ে গুজব ছড়িয়ে প্রতি কেজি ৩০ টাকার বেশি দামে বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে লবণ মিলের মালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক একথা বলেন।

তিনি বলেন, দেশে লবণের কোনো স্বল্পতা নেই। চট্টগ্রাম ও কক্সবাজারের লবণ দিয়েই সারা দেশ প্রায় তিন মাস চলতে পারবে।

এসময় বাজারে লবণের স্বল্পতা সম্পর্কে ছড়ানো গুজবে কান না দেওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দেন জেলা প্রশাসক। তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। যারা গুজব ছড়াচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে।

জেলা প্রশাসক জানান, গতকাল থেকেই খোলাবাজারে ১৫ টাকা দরে লবণ বিক্রি করা হচ্ছে। খুচরা বাজারে কোথাও ৩০ টাকার বেশি দরে লবণ বিক্রি করা যাবে না। আর ক্রেতাদের প্রতি অনুরোধ থাকবে, কেউ ৩০ টাকার বেশি টাকা দিয়ে লবণ কিনবেন না। আগামী ছয় মাসের মধ্যে লবণের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই।

সভায় উপস্থিত লবণ মিলের মালিকেরাও যারা বেশি দামে লবণ বিক্রির চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত