ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে স্কুলছাত্রী নিহত, বিচার দাবিতে বিক্ষোভ

  রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৬:০৭

রামগঞ্জে স্কুলছাত্রী নিহত, বিচার দাবিতে বিক্ষোভ

রামগঞ্জ উপজেলার চাঙ্গিরগাও সড়কে সিএনজি চাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় চালক আবদুল মান্নানের বিচারের দাবিতে সম্মিলিত গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে চাঙ্গিরগাও-হরিশ্চর সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

দি মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে সিএনজি চালক আবদুল মান্নানের বিচার, অবৈধ সিএনজি এবং নিষিদ্ধ ট্রলি বন্ধের দাবিতে বক্তব্য রাখেন, চাঙ্গিওগাও বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফেজ মোশাররফ হোসেন, সম্পাদক ফখরুল ইসলাম, নিহত শিশু মাইসার পিতা মিজানুর রহমান, ইব্রাহিম মেম্বার, শিক্ষক বিল্লাল হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হরিশ্চর, চণ্ডিপুর হয়ে বকসি বাজারস্থ সড়ক প্রদক্ষিণ শেষে চাঙ্গিরগাও বাজারে গিয়ে শেষ হয়।

এদিকে বিক্ষোভ মিছিলের একটি অংশ বকসি বাজার সংলগ্ন অভিযুক্ত সিএনজি চালক আবদুল মন্নানের বসতঘর ভাংচুর করে।

উল্লেখ্য, বুধবার দুপুরে চাঙ্গিরগাও দি মর্ডান কিন্ডার গার্ডেন স্কুলের শিশু শ্রেণির ছাত্রী মাইসা আক্তার সিএনজি চাপায় নিহত হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত