ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সাড়ে ৩ ঘণ্টা পর কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৮:৩৭

সাড়ে ৩ ঘণ্টা পর কিশোরগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ‘নাসিরাবাদ এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর কিশোরগঞ্জ থেকে ঢাকা এবং ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রামসহ পূর্বাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভৈরবের জগন্নাথপুর এলাকায় বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে ট্রেনের দুটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের চাকা উদ্ধারের কাজ শেষ করলে বিকাল সাড়ে ৪টায় ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভৈরব রেলওয়ের প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হয়নি। স্থানীয়ভাবে রেল কর্মচারীরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর চাকা উদ্ধার করতে সক্ষম হয়। এতে সাড়ে ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত