ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ডাকাতিকালে জনতার প্রহারে নিহত ১, আহত ৫

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৯, ১৬:১৯

ডাকাতিকালে জনতার প্রহারে নিহত ১, আহত ৫

লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতিকালে জনতার মারধরে সোহেল নামে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৫ ডাকাত আহত হয়েছে। আহত ৫ ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে রায়পুর থানার পুলিশ।

আহত ডাকাত সদস্যরা হলো কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীম। তাদের বাড়ি চাঁদপুরের হাইমচরে।

শুক্রবার ভোর রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সোহেলের মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতিকালে বাড়ির লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে। পরে ৬ ডাকাতকে প্রহার করা হয়। হাসপাতালে নেয়া হলে সোহেলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, ডাকাতিকালে ৬ ডাকাতকে প্রহার করে জনতা। খবর পেয়ে পুলিশ ডাকাতদের কাছ থেকে ২টি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পর একজন মারা যায়। আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত