ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৯, ১৬:৫০

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালীতে বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন।

শনিবার দুপুরে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাবের সামনে ও এর আশেপাশের এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়। দুপুর ১২টার দিকে সেখানে একটি মিছিল এলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে এর আশেপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপি নেতারা জানান, পুলিশ বিনা উসকানিতে তাদের মিছিলে বাধা দেয় এবং নেতাকর্মীদের লাঠিচার্জ করে। এতে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর উদ্দিন বলেন, মিছিল বা সমাবেশ করার জন্য কোনো অনুমতি প্রশাসন থেকে নেয়নি বিএনপি। মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের সরিয়ে দেয়।

  • সর্বশেষ
  • পঠিত