ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

সিভিল সার্জনসহ ৭ জনের নামে দুদকের মামলা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৮:১৭

সিভিল সার্জনসহ ৭ জনের নামে দুদকের মামলা

সাবেক সিভিল সার্জনসহ চার জন ডাক্তার ও তিন জন ঠিকাদারের বিরুদ্ধে যন্ত্রপাতি ক্রয়ে ৯.১৫ কোটি টাকা আত্মসাতের দায়ে মামলা দায়ের করেছে দুদক। সোমবার দুপুরে দুদকের চট্টগ্রাম-১ কার্যালয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম করার অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিগণ পরস্পর যোগাসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মেসার্স ওয়ার্সি সার্জিক্যাল, জেনেটিক ট্রেডিং ও রিলায়েন্স সলিউশন লিমিটেড এর ভুয়া প্যাডে ভুয়া স্বাক্ষর সম্বলিত অধিকমূল্যে জাল বাজারদর দেখিয়ে যন্ত্রপাতি ক্রয় করে।

দুদকের মামলায় প্রথম আসামির নাম উল্লেখ করা হয় চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সাবেক সিভিল সার্জন ডা: সরফরাজ খান চৌধুরী। এর পরেই নাম আছে সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: আব্দুর রব, জুনিয়র কনসালটেন্ট (অর্থো- সার্জারী) ডা: মইন উদ্দিন মজুমদার, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী) ডা: বিজন কুমার নাথ, প্রোপাইটর-বেঙ্গল সাইন্টেফিক এন্ড সার্জিকেল জাহের উদ্দিন সরকার, প্রোপাইটর-মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজ মুন্সী ফারুক হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এ এস এল আফতাব আহমেদ।

মামলাটির বাদি হয়েছেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত