ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

রংপুর মেডিকেলে মুখোমুখি অবস্থানে নার্স-ইন্টার্ন চিকিৎসক

  রংপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ১৭:০০

মুখোমুখি অবস্থানে নার্স-ইন্টার্ন চিকিৎসক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে নাস ও ইন্টার্ন ডাক্তারা। তারা একে অপরকে দায়ি করে পাল্টা পাল্টি বিচার দাবি করেছে।

জানা যায়, সোমবার (২৫ নভেম্বর) একজন নার্স এক রোগিকে ইনজেকশন পুশ করার সময় এক ইন্টার্ন চিকিৎসকের শরীরে কয়েক ফোঁটা ডিস্টিল ওয়াটার ছিটকে পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ক’জন নার্স ডেন্টাল ওয়ার্ডে গিয়ে হামলা করে বলে অভিযোগ ইন্টার্ন চিকিৎসকদের। এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ হাসপাতালের পরিচালককে তার অফিসে অবরুদ্ধ করে রেখেছেন।

এদিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, দু’পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা চলছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত