ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

‘বাংলাদেশ জঙ্গি দমনে সক্ষম’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ১৫:৪৭  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৩২

‘বাংলাদেশ জঙ্গি দমনে সক্ষম’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গি দমন যতটা সম্ভব হয়েছে পৃথিবীর অন্য কোনও রাষ্ট্রে তেমন হয়নি। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি এই কথা বলবো না। কিন্তু বাংলাদেশ জঙ্গি দমন করতে সক্ষম হয়েছে।’

বুধবার (২৭ নভেম্বর) সাগর-রুনি মিলনায়তনে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ হলি আর্টিজান হামলার ঘটনার রায় হয়েছে। সেখানে সাত জনের ফাঁসি হয়েছে। হলি আর্টিজানে জঙ্গিরা যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এই ঘটনার পর সংবাদপত্রে অনুসন্ধানী রিপোর্ট বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ক্ষেত্রে সহায়তা করেছে। বাংলাদেশের গণমাধ্যম সব সময় জঙ্গিদের বিরুদ্ধে রিপোর্ট করেছে। এই রিপোর্টগুলো ভবিষ্যতে জঙ্গি তৈরি না হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।’

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সমাজের অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে, দায়িত্বশীলদের কোথায় দায়িত্ব পালন করা দরকার সেটা তুলে ধরতে ভালো রিপোর্টিং অত্যন্ত সহায়ক হয়। সাংবাদিকতা এমন একটি পেশা—যাদের মুখে ভাষা নেই তাদের ভাষা দিতে পারে। যার কাছে ক্ষমতা নেই তাকে ক্ষমতাবান করতে পারে। যে প্রতিবাদ করতে সাহস পায় না, তাকে প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করা হয়। সুতরাং এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আপনারা সত্য বিষয়কে তুলে ধরার চেষ্টা করবেন সবসময়।’

অনুষ্ঠানে ডিআরইউ'র সাবেক সভাপতি ও ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ এর জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত