ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকের প্রধান শিক্ষকের ভয়াবহ দুর্নীতির চিত্র

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৯, ২১:১১  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০১৯, ২১:২৭

প্রাথমিকের প্রধান শিক্ষকের ভয়াবহ দুর্নীতির চিত্র

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের দক্ষিণ রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেনাকাটায় দুর্নীতির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বুধবার ঘটনা জানাজানি হলে উপজেলাজুড়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয়রা জানায়, এক হাজার টাকার দেয়াল ঘড়ি আট হাজার টাকা দেখানো হয়েছে। একইভাবে চেয়ার-টেবিলের দামও বেশি ধরা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতি করে এসব করেছেন।

এ বিষয়ে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান শাহ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তবে কেনাকাটায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক বলেন, বিদ্যালয়ের উন্নয়নের ফান্ডের অর্থে এসব মালামাল কেনা হয়েছে। এখানে কোনো দুর্নীতি হয়নি।

তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়নের বরাদ্দ থেকে বিভিন্ন আসবাবপত্রসহ এক লাখ টাকার মালামাল কেনা হয়। এর মধ্যে ১২ হাজার টাকায় জিপিআরএস মেশিন কেনা হয়, মা সমাবেশ করা বাবদ তিন হাজার টাকা খরচ হয়, ক্যাপ বাবদ আট হাজার টাকা খরচ হয়, বায়োমেট্রিক মেশিন রাখার জন্য কেস বাবদ এক হাজার টাকা খরচ হয়, ১৫ হাজার টাকায় কেনা হয় বায়োমেট্রিক হাজিরা ডিভাইস।

তবে বিদ্যালয়ের জন্য কেনা অন্যান্য মালামাল দেখাতে পারলেও ১৫ হাজার টাকায় কেনা বায়োমেট্রিক হাজিরা ডিভাইস দেখাতে পারেননি প্রধান শিক্ষক।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত