ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

আগামী ৩ দিন আবহাওয়া অফিসের সতর্কবার্তা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৯, ১৭:৫৩

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

সকালটা বেশ স্নিগ্ধ। দুপুরে একটু গরম অনুভূত হলেও রাতের শীতল পরিবেশ আর ভোরের কুয়াশা বলে দিচ্ছে শীত বেশি দূরে নেই। যারা ভোরে হাঁটতে বের হন বা বাড়ি ফিরতে রাত হয়ে যায় তারা বেশ ভালোই টের পাচ্ছেন শীতের আগমনী বার্তা।

এদিকে আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। গত ২৪ ঘণ্টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।

আবহাওয়ার চিত্রের সংক্ষিপ্তাসারে অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • পঠিত