ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

‘নাটক শিখে গেছি, আমিও নাটক করবো’

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৯, ১১:০৩

‘নাটক শিখে গেছি, আমিও নাটক করবো’

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘নাটক জিনিসটা বিশেষ করে মঞ্চ নাটকট মোটামুটিভাবে অনেকটা বিলুপ্তির পথে। নারায়ণগঞ্জে ছোট বেলায় দেখতাম রেগুলার নাটক হতো। নাটকের পর নাটক হতো। আমি নিজেও জীবনে একটা নাটক করেছিলাম। আমার বাবা ছিলে চীফ গেস্ট। গর্ভমেন্ট গার্লস স্কুলে নাটকটা হয়েছিল। আমার আব্বাকে দেখে আমি নাটকের ডায়ালগ ভুলে গিয়েছিলাম। টেলিভিশনে নাটক করা খুব সহজ। কারণ কাট করার সুযোগ আছে। কিন্তু মঞ্চ নাটক অনেক কঠিন। ডায়লগ মনে রাখতে হয়, জনসাধারণে সামনে অনেক কিছুই পরিস্কার করতে হয়।’

তিনি আরো বলেন, ‘আমি সংসদে প্রায়ই মজা করি। এই শেষ অধিবেশনেও আমি আসাদুজ্জামান নূর ভাইকে বলালাম আমাকে একটা নাটকে চান্স দিলেন না।’

এরপর রাজনীতির প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে যে নাটক চলছে তা দেখতে দেখতে আমিও নাটক শিখে গেছি। এখন ধরাই যায় না কোনটা নাটক আর কোনটা সত্য। আমিও নাটক করবো।’

শনিবার বিকালে নারায়ণগঞ্জের সম্মিলিত নাট্যকর্মী জোটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মেয়র আইভীর বাবার নামে হওয়া চুনকা পাঠাগার নিয়ে শামীম ওসমান বলেন, ‘এখানে যেই আলী আহম্মদ চুনকা পাঠাগারটা আছে, সেখানে নাকি নাটক করার জন্য খুব একটা উপযুক্ত নয়। চাষাড়া জিয়া হলের অবস্থাও ভালো না। শিল্পকলা একাডেমিও সম্পন্ন হয়নি। আমি তরান্বিত করার চেষ্টা করবো এটা যাতে দ্রুত সম্পন্ন হয়। নাটকের জন্য যত রকম সহযোগিতা লাগে আমাকে বলবেন আমি করবো।’

শহরের গণগন্থাগারে সংগঠনের সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের প্রধান প্রেকৌশলী মো. আজিজুল হক, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার রুনা লায়লা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ কাউন্সিলর মতিউর রহমান মতি ও কাউন্সিলর ইফতেখার আলম খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত