ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

এইডস নির্মূলে সরকারের লক্ষ্য ২০৩০ সাল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪৩  
আপডেট :
 ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫

সরকারের ‘লক্ষ্য’ এইডস নির্মূল করা
প্রতীকী ছবি

দেশে এইডস রোগীর সংখ্যা বাড়ছেই। চলতি বছর ৯১৯ জন নতুন এইডস রোগী সনাক্ত হয়েছে। আর সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় ১৪ হাজার। তবে, ২০৩০ সাল নাগাদ এইডস নির্মূলের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

সরকারের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে শতকরা ৭৪ ভাগ পুরুষ, ২৫ ভাগ নারী ও ১ ভাগ ট্রান্সজেন্ডার।

ইউনিসেফ বলছে, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে এইডস রোগীর মাত্রা একটু বেশি। তাছাড়া দেশের প্রায় সব জেলাতেই এ রোগ দেখা যায়। অভিবাসী শ্রমিকদের মধ্যে এ রোগে আক্রান্তের ঝুঁকি বেশি বলেও জানায় ইউনিসেফ।

চলতি বছরের তথ্য অনুযায়ী, নতুন করে মোট ১০৫ জন রোহিঙ্গা এইডসে আক্রান্ত হয়েছে। ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৫ জন, যা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি।

সরকারের এইডস নির্মূলের ২০৩০ লক্ষ্যমাত্রা ব্যহত হতে পারে বলে আশঙ্কা করছে ইউনিসেফ। সংস্থাটি বলছে, অপ্রতুল কর্মসূচি, চিকিৎসা ও সেবায় তহবিল কমে আসার কারণে লক্ষ্য অর্জন সম্ভব না-ও হতে পারে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত