ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

রেলওয়ে সেবা সপ্তাহ শুরু আজ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৩:২৪

রেলওয়ে সেবা সপ্তাহ শুরু আজ

আজ থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা সপ্তাহ। রেলপথ মন্ত্রণালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সেবা সপ্তাহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এগুলোর মধ্যে রয়েছে রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টাস্কফোর্স গঠন করা। এই টাস্কফোর্স ট্রেনের সময়সূচি, প্ল্যাটফর্ম দেখা, ওভারব্রিজের অবস্থা, চলন্ত ট্রেন ও বাথরুমে বিদ্যুৎ-পানি-লাইটের অবস্থা, যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং নিয়োজিত কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

সেবা সপ্তাহ উপলক্ষে রেলওয়ের হাসপাতালসংলগ্ন স্টেশনগুলোয় যাত্রীদের জন্য চিকিৎসাসেবা দেওয়া হবে। এখানে প্রাথমিক চিকিৎসা সেবা সপ্তাহে টাস্কফোর্সের কর্মকর্তারা টিকিট কালোবাজারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত