ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রায়পুরে আমন ধান সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৩

রায়পুরে আমন ধান সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন

লক্ষ্মীপুরের রায়পুরে আমন ধান সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদাম মাঠে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার ধান সংগ্রহ কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি আখতার জাহান সাথি, খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএডি) নাইমুল করিম টিটু প্রমুখ।

রায়পুর উপজেলা এবার ১ হাজার ১ শত ৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের প্রথম দিনে ৮নং ইউনিয়নের ৩৯৫ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচিত করে ধান ক্রয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রতি কেজি ধান ২৬ টাকা হিসেবে ১’হাজার ৪০টাকা মণ ধরে ক্রয় করা হয়।

সূত্রে জানা যায়, সরকারি নির্দেশ মোতাবেক প্রতিজন কৃষকের কাছ থেকে ১টন করে মোট ৪টন ধান ক্রয় করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী গণমাধ্যম কর্মীদের বলেন, প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ১ হাজার ৪০ টাকা করে ধান ক্রয় করা হবে। কোনো কৃষক যেন ধান বিক্রয় করতে হয়রানির শিকার না হয় সেদিকে প্রশাসন নজর রাখছে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবেনা।

বাংলাদৈশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত