ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

  পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৩৫

ভাণ্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামে ইব্রাহিম মাতুবব্বর (৪০) ও আল আমিন খান (৩০) নামের ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

ইব্রাহিম ইকড়ি গ্রামের মৃত ফেরেস্তআলী মাতুব্বর এর ছেলে এবং আল আমিন একই গ্রামের হারুন খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই দুই শ্রমিক ইকড়ি গ্রামের হাফেজ মোস্তফার বাড়ির পুকুরে কচুরীপানা পরিস্কার করতে যায়। এসময় লোহাররড দিয়ে পুকুর থেকে কচুরীপানা তুলতে গিয়ে পল্লী বিদ্যুত লাইনের সঙ্গে লোহার রড লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তারা। তাৎক্ষনিকভাবে তাদেরকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রঞ্জন কুমার বর্মন তাদের মৃত ঘোষনা করেন।

ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ও ইউপি সদস্য মো. জামাল হোসেন জানান, পল্লী বিদ্যুতের এ লাইনটি খুবই নিচু এলাকায় স্থাপন করায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এলকাবাসী অনতিবিলম্বে এ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনটি নিরাপদ দূরত্বে স্থাপনের দাবি জানান।

পিরোজপুরের পল্লী বিদ্যু সমিতির এজিএম লিটন চন্দ্র দে জানান, বিষয়টি শুনেছি। তবে এ লাইনটি মঠবাড়ীয়া উপজেলার সাফা এলাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়। এ লাইনটি মঠবাড়িয়া অফিসের নিয়ন্ত্রেনে।

ভাণ্ডারিয়া থানার ওসি ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত