ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মসজিদ আছে, রাস্তা নেই

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৬

মসজিদ আছে, রাস্তা নেই

মসজিদ থাকলেও যাওয়ার কোনো রাস্তা নেই। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ সর্দারপাড়া এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।

মসজিদের মুসল্লিদের নামাজ পড়তে যেতে হয় বাঁশের সেতু পেরিয়ে। রাতের বেলা এখান দিয়ে চলাচল প্রায় অসম্ভব। আর এমতাবস্থায় মসজিদে যাওয়ার রাস্তা দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সর্দারপাড়া এলাকার মুসল্লিদের মসজিদে যাতায়াতের রাস্তা না থাকায় বেশ সমস্যায় পড়তে হয় তাদের। বেশি সমস্যা হয় বর্ষা মৌসুমে।

দৌলতপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আ.কা.ম সরওয়ার জাহান বাদশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মসজিদের জন্য রাস্তা থাকবে না এটা হতে পারে না, অচিরেই এই মসজিদের রাস্তার জন্য বরাদ্দ দিয়ে রাস্তার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত