ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

৫ ইটভাটার মালিককে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

  হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৪২

৫ ইটভাটার মালিককে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা
ফাইল ফটো

হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন অভিযোগে ৫ ইটভাটার মালিককে ২ লাখ ৭০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাঁনভাঙা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা।

জরিমানা আদায়কৃত ইটভাটাগুলো হলো- উপজেলার নিউ সোহাগ ব্রিক্স, নিউ তরফ ব্রিক্স, তিতাস ব্রিক্স, খোয়াই ব্রিক্স এবং শোভা ব্রিক্স।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতিমা জানান, লাইসেন্স না থাকা, ব্যবহার ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ না করা, বৈধভাবে মাটি ক্রয়ের কাগজ দেখাতে না পারা, শতকরা ৫০ ভাগ ফাঁপা ইট তৈরি না করাসহ বিভিন্ন অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা অনুযায়ী ৫টি ভাটার মালিককে এ জরিমানা করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

এমএ

  • সর্বশেষ
  • পঠিত