ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ঘুষের টাকাসহ সিভিল এভিয়েশন কর্মকর্তা ধরা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৫:০২

ঘুষের টাকাসহ সিভিল এভিয়েশন কর্মকর্তা ধরা

ঘুষের টাকাসহ বাংলাদেশে সিভিল এভিয়েশনের এক জুনিয়ার লাইসেন্স ইন্সপেক্টরকে গ্রেপ্তার করেছে দুদক। আটক জুনিয়ার লাইসেন্স ইন্সপেক্টরের নাম এইচ এম রাশেদ সরকার।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুদক অভিযোগের ভিত্তিতে ঘুষ সহ তাকে গ্রেপ্তার করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সিভিল এভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকারকে ঘুষের এক লাখ টাকাসহ উত্তরার বিএফসি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার করা হয়। লাইসেন্স যাচাই পূর্বক বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এই ঘুষ নেন তিনি।

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল এই ফাঁদ মামলা পরিচালনা করে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত