ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

আজ দিনাজপুরের চিরিরবন্দর মুক্ত দিবস

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫

আজ দিনাজপুরের চিরিরবন্দর মুক্ত দিবস

আজ ৭ ডিসেম্বর দিনাজপুর চিরিরবন্দর উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর মুধ্যে তুমুল যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটতে থাকে।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মমিনুল ইসলাম জানান, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংর্ঘষের মধ্যদিয়ে পাকিস্তান বাহিনীর ঘাটি রানীরবন্দর আমতলীসহ বিভিন্ন এলাকা থেকে তারা পলায়ন শুরু করলে চিরিরবন্দর মুক্ত হয়।

বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহসে পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন পোষ্ট অফিস রোডের চিরিরবন্দর থানা মোড়ে। স্বাধীনতা যুদ্ধে ভারতের ফকিরগঞ্জ ঘেঁষা চিরিরবন্দর দক্ষিণাঞ্চলীয় প্রবেশদ্বার হওয়ায় মিত্রবাহিনীর সমন্বয়ে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে পাক সেনাদের বিপুল সংখ্যক সেনাসদস্য নিহত হয় ও চিরিরবন্দরের ইলিয়াস উদ্দিন নজিবর রহমান (ইস্টবেঙ্গল রেজিমেন্ট), আব্দুস সোবহান নেছার উদ্দীনসহ কয়েকজন শহীদ হন।

আজ বিভিন্ন কমসূর্চীর মধ্য দিয়ে দিবসটি পালন করবে চিরিরবন্দর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। বর্তমান সরকার এ উপজেলার অসংখ্য গণকবর, বদ্ধভূমিকে রক্ষনাবেক্ষণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত