ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রশাসনিক হস্তক্ষেপেও চড়া পেঁয়াজের বাজার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৭

প্রশাসনিক হস্তক্ষেপেও চড়া পেঁয়াজের বাজার

বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি ও বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করলেও এর প্রভাব নেই দামে। কাজ হয়নি প্রশাসনিক হস্তক্ষেপেও। বিভিন্ন স্থানের আড়তদাররা বলছেন, বন্যায় এবার দেশে পেঁয়াজ কম উৎপাদন ও আমদানির পরিমাণ কম হওয়ার দাম কমছে না।

তবে কোথাও কোথাও কমতে শুরু করেছে দাম। এদিকে, ক্রেতাদের স্বার্থে টিসিবি সারাদেশে খোলা বাজারে কম মূল্যে পেঁয়াজ বিক্রি করলেও এখনো কোন কোন জেলায় তা শুরু হয়নি।

পেঁয়াজের মূল্য ক্রেতার নাগালে রাখতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা সহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আমদানীকারকদের জিজ্ঞাসাবাদও করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। কিন্তু কমছে না দাম।

কিশোরগঞ্জের ভৈরবের আড়ৎগুলোতে বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকায়। এমন অবস্থা হতাশাজনক বলে মনে করছেন ক্রেতারা।

ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম এক প্রস্থ শেষ হয়ে আসা, বন্যার কারণে উৎপাদন কম হওয়া ও যথেষ্ট আমদানি না হওয়া, চড়া দামের জন্য দায়ি।

এদিকে দেশের বিভিন্ন স্থানে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হলেও গাইবান্ধায় এখনো এই কার্যক্রম শুরু হয়নি। নতুন পেঁয়াজ আসতে শুরু করলেও এ জেলার বাজারে তার প্রভাবও চোখে পড়েনি।

তবে কোথাও কোথাও কমতে শুরু করেছে দাম। কুমিল্লা ও মাগুরায় দাম এখন নিম্নমুখী। কেজিতে কমেছে ২০ থেকে ২৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরো কমবে।

  • সর্বশেষ
  • পঠিত