ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪২

পঞ্চগড়ের তাপমাত্রা ৯ ডিগ্রি
ফাইল ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমশ বাড়ছে শীতের তীব্রতা, কমছে তাপমাত্রাও। শনিবার সকালে এ জেলায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিগত একমাস ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছিল। আজকে তা কমে একবারে ০৯ ডিগ্রি সেলসিয়াস এসে পৌঁছায়।

এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, এদিন সকালে দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। বিগত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

  • সর্বশেষ
  • পঠিত