ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সেবার মানসিকতা নিয়ে কাজ করুন: গণশিক্ষা প্রতিমন্ত্রী

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯

সেবার মানসিকতা নিয়ে কাজ করুন: গণশিক্ষা প্রতিমন্ত্রী

সেবার মন-মানসিকতা নিয়ে কাজ করুন। মনবতার মানষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। এলাকার কোনো মানুষ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয়।

শনিবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় আরো বক্তব্য দেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা. মমিনুল ইসলাম, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমন্ডার আলহাজ আব্দুল কাদের, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনুপ কুমার বিশ্বাস, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার নজরুল ইসলাম,রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা প্রমূখ।

পরে প্রতিমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওর্য়াড ঘুরে দেখেন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত