ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গুতে এখনও হাসপাতালে ৩৪২ জন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯

ডেঙ্গুতে এখনও হাসপাতালে ৩৪২ জন

সারাদেশের বিভিন্ন হাসপাতালে এ বছর ১ লাখ ৬১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন এক লাখ ৭ জন রোগী। অর্থাৎ ৯৯ দশমিক ৪ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া বর্তমানে চিকিৎসাধীন আছেন ৩৪২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৪২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ২১৫ জন এবং ঢাকার বাইরে ১২৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) জানিয়েছে, ২০১৯ সালে ২৬৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য পেয়েছে ‘ডেথ রিভিউ কমিটি’। এর মধ্যে ২০৪টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২৯ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

  • সর্বশেষ
  • পঠিত