ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫৫  
আপডেট :
 ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫৬

রাজধানীতে বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট রাস্তায় ওয়াসার কাজ করার সময় গ্যাস লাইনের বিস্ফোরণ থেকে আগুন লেগে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)।আহতরা ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

খোঁজ নিয়ে জানা যায়, ঘটনার পর সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখান থেকে রাত সোয়া নয়টায় ঢামেকের বার্ন ইউনিটে নিয়ে যায়। বর্তমানে চার জনই জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ধারণা করা হচ্ছে, পাকা রাস্তায় হাতুড়ি দিয়ে আঘাত করায় স্পার্ক হয়ে আগুন লেগে যায়।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। চারজনের হাতে-পায়ে ও মুখমন্ডল দগ্ধ হয়েছে। তবে পরিমাণ তেমন গুরুতর নয়।’

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত