ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

আওয়ামী লীগ অফিসে হামলা, তিন নেতাকর্মী জখম

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:০৩

আওয়ামী লীগ অফিসে হামলা, তিন নেতাকর্মী জখম

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামে আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন নেতাকর্মী জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, ওই গ্রামের নওয়াপাড়া ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার বিশ্বাস (৩৫), যুবলীগ নেতা পারভেজ বিশ্বাস (২৮) ও ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন (১৮)।

আহত মুক্তার বিশ্বাস জানিয়েছেন, এক মাস আগে গ্রামের সরকারি চালের ডিলার হাসানুর রহমান টুটুল দরিদ্র মানুষকে বঞ্চিত করে ওই চাল গ্রামের আশরাফুল উলুম কওমি মাদ্রাসায় ১৭ টাকা দরে ৪৫ বস্তা চাল বিক্রি করে দেন। ওই সময় গ্রামবাসী ডিলারের বিরুদ্ধে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ১১ নভেম্বর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ওই চাল জব্দ করেন।

ওই সময় টুটুল সন্দেহ করেন আওয়ামী লীগ নেতা মুক্তার বিশ্বাস তাকে প্রশাসনের কাছে ধরিয়ে দিয়েছেন। এরপর থেকেই তাদের দু’জনের মধ্যে বিরোধ চলে আসছিলো। রোববার বিকেলে মুক্তার বোলপুর গ্রামে দলীয় নেতাকর্মীদের নিয়ে পার্টি অফিসে বসে ছিলেন। এ সময় টুটুলের নেতৃত্বে টিপু, হাবিব, তাহের, রুবেল, জিয়ারুলসহ ১০/১৫ জন আওয়ামী লীগের অফিস ভাংচুর করে ও তিন নেতাকর্মীকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত