ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ৫

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৪৫

ছাত্রলীগ পরিচয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা ৫

পাবনার আটঘরিয়ায় ছাত্রলীগ-যুবলীগ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয়। রোববার (০৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার হারুলপাড়া পাড়াসিঁধাই গ্রাম থেকে চাঁদা নেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- উপজেলার মাজপাড়া ইউনিয়নের পাড়াসিঁধাই গ্রামের শাহাজ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৩৫), আব্দুর রশিদের ছেলে জিয়া হোসেন (২৮), ইসমাঈল হোসেনের ছেলে দুলাল হোসেন (৩২), সোবাহান আলীর ছেলে সিরাজ উদ্দিন (২৬) ও সিরাজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৪)।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, উপজেলার মাজপাড়া ইউনিয়নের হারুলপাড়া পাড়াসিঁধাই গ্রামে এলজিইডির একটি পাকা সড়কের কাজ চলছে। এই কাজে ঠিকাদারের কাছে আটককৃতরা নিজেদের ছাত্রলী-যুবলীগ নেতা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে নগদ ২০ হাজার টাকাও আদায় করে।

ঠিকাদার ডাবলু হোসেন গোপনে এ সময় পুলিশকে জানালে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হাতেনাতে নগদ ২০ হাজার টাকাসহ উল্লেখিত পাঁচজনকে আটক করে পুলিশ।

ওসি আরো জানান, আটককৃতদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত