ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:১২

তেঁতুলিয়ায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলে বইছে কনকনে হিমেল হাওয়া। ‌যাতে জবুথবু অবস্থা স্থানীয়দের। হিমালয়ের কোলঘেঁষা হওয়ায় গেলো কয়েকদিন থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমছে।

শীতে সবচেয়ে দুর্ভোগে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন, চলতি মাসে মাঝামাঝি থেকে শেষের দিকে আরও দুইবার এ অঞ্চলে মাঝারি আকারে শৈত প্রবাহ বইতে পারে।

এর আগে রোববার সকালে দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া উপজেলায়। কয়েকদিন ধরেই সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ উপজেলায় ২১ হাজার শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তেঁতুলিয়ার শালবাহান এলাকার পাথর শ্রমিক সাদেকুল ইসলাম বলেন, আমাদের এখানে প্রতি বছর শীতের প্রকোপ বেশি থাকে। এবার তেমন কুয়াশা নেই। তবে সন্ধ্যার পর থেকে তীব্র শীত অনুভূত হয়। সকালের পর থেকে রোদের কারণে শীতে তেমন কষ্ট হয় না।

  • সর্বশেষ
  • পঠিত