ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগ জানাতে ছাত্রীদের জন্য বিশেষ বাক্স

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৪

যৌন হয়রানির অভিযোগ জানাতে ছাত্রীদের জন্য বিশেষ বাক্স

নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের মনের কথা বলার জন্য ‘আমার কথা’ নামের বাক্স স্থাপন করা হয়েছে। বুধবার জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের উদ্যোগে এ বাক্স স্থাপন করা হলো। পাশাপাশি সচেতনতামূলক স্টিকারের মোড়ক উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম, পিপিএম),অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন।

পুলিশ সুপার বলেন, নরসিংদী জেলায় নারী নির্যাতন নিয়ে কাজ করার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সার্বিক সহযোগিতা করবো। আমরা সবাই সচেতন থাকবো যে মেয়ে শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের নির্যাতনের মুখে না পড়তে হয়। পরে তিনি গোলটেবিল বৈঠক করার প্রস্তাব দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের আসাদুজ্জামান খোকন, যুগ্ম আহ্বায়ক রায়হানা সরকার, মোস্তাক ভূইয়া, নাদিম, পল্টন মিজানুর রহমান ও হৃদয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত