ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। টাঙ্গাইল মুক্ত ও বিজয় দিবস উপলক্ষে ৬ দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরসহ বীর মুক্তিযোদ্ধারা।

উদ্বোধন শেষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।

পরে পৌর উদ্যানের মুক্তমঞ্চে দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত