ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সিলেটেও চালু হলো ই-ট্রাফিকিং সিস্টেম

  সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:৩০

সিলেটেও চালু হলো ই-ট্রাফিকিং সিস্টেম

সিলেট বিভাগে যাত্রা শুরু করলো ই-ট্রাফিকিং সিস্টেম। এখন থেকে বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ইউক্যাশের মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা। এতে হয়রানি কমার পাশাপাশি ট্রাফিক পুলিশের কার্যক্রমেও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে নগরীর রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্স এ ই-ট্রাফিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে গ্রামীনফোন, ইউসিবিএল ও সিলেট রেঞ্জ এর চার জেলার পুলিশ সুপারের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম-বার।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র বিপিএম-সেবা।

এসময় বক্তারা বলেন, ই ট্রাফিকিং সিস্টেম চালু হওয়ায় এখন জরিমানার টাকা পরিশোধের জন্য কাউকে ট্রাফিক অফিসে এসে লাইনে দাঁড়াতে হবে না। ঘরে বসে বা যেকোনো ইউক্যাশ সেন্টার থেকে জরিমানার টাকা পরিশোধ করা যাবে।

সবাই সচেতন হলেই সড়ককে নিরাপদ ও সুশৃঙ্খল করা যাবে উল্লেখ করে অনুষ্ঠানে বক্তারা নতুন সড়ক আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত