ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৪৭  
আপডেট :
 ১৩ ডিসেম্বর ২০১৯, ১০:৫০

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
প্রতীকী ছবি

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়। চালু হয়েছে সকাল সাড়ে ৮টা থেকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, ভোরে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে পদ্মা নদীর দিক নির্দেশনা প্রদানকারী বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এ সময় ঘন কুয়াশায় মাঝ পদ্মায় কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কমতে থাকলে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।

কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত