ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

‘বুদ্ধিজীবীরা আমাদের পথ দেখিয়েছেন’

  নরসিংদী প্রতনিধি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১২  
আপডেট :
 ১৪ ডিসেম্বর ২০১৯, ২১:১৫

‘বুদ্ধিজীবীরা আমাদের পথ দেখিয়েছেন’

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, শহীদ বুদ্ধিজীবীরা আমাদের পথ দেখিয়েছেন। তারা বেচেঁ থাকলে বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। পাকিন্তানের বর্বর বাহিনী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের বাসাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। দেশের সেরা এই মানুষগুলোকে পরিকল্পিতভাবে ঢাকা শহরে কারফিউ চলাকালে দিনরাতের বিভিন্ন সময় ধরে নিয়ে নিয়ে গিয়ে হত্যা করে। স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয়ের শেষ মুহূর্তে পাকিস্তানের বর্বর সেনাবাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবেই এই বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

শনিবার সন্ধায় নরসিংদী জেলা প্রশাসন আয়োয়জিত শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালিব পাঠান, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সূর্য কান্ত প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত