ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নড়াইলে মহান বিজয় দিবস পালিত

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:২৮

নড়াইলে মহান বিজয় দিবস পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

সোমবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রুপগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের গণকবর, পুরাতন লঞ্চ ঘাটের বধ্যভুমি ও স্বাধীনতা স্তম্ভে নড়াইল-২ আসনের সংসদ সদস্যর পক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা আওয়ামী লীগ, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশুসদন সমূহে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

কর্মসূচিতে জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাসসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, পৌরমেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম খান, যুগ্ম-আহ্বায়ক আশিষ ভট্টাচার্যসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াগাতি থানা আওয়ামী লীগের আয়োজনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান মোল্যা, জুলফিকার আলী, হাসিবুল আলম উজ্জ্বল, মাহাবুব আলমসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলের পক্ষ থেকে সকল শহীদদেও প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সিনিময়র সহ-সভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান সাধারণ সম্পাদক সাদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসদ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত