ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১০:৪৮  
আপডেট :
 ১৬ ডিসেম্বর ২০১৯, ১১:৩৮

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ায় সূর্যোদয়ের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে শহীদ বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে কুষ্টিয়ার জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের নেতৃবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার সিভিল সার্জন, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর পরে ডিসি অফিস চত্ত্বরে এবং শহরের মজমপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রামান্য চিত্র, যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের কবরে পুস্পস্তক অর্পণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

অপরদিকে কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা, কুমারখালী উপজেলায় স্ব-স্ব উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুরুপভাবে শহীদদের প্রতি শদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত