ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

‘সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’

  নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৫:১১

‘সারা বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল’

দোহার-নবাবগঞ্জ(ঢাকা)-১ আসনের সাংসদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক বাহিনী আত্মসমর্পণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ। ৭৫ এ ঘাতকদের হাতে বঙ্গবন্ধু তার পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হওয়ার পর দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ আজ সারা বিশে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

সোমবার বেলা ১১ টায় ঢাকার নবাবগঞ্জ পাইলট বিদ্যালয় এন্ড কলেজ মাঠে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু’র সভাপতিত্বে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিজয় দিবসের কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি নবাবগঞ্জের সকল শ্রেনীপেশার মানুষকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সচেতন হওয়ার আহ্বান জানান।

এর আগে তিনি নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়া নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জাতীয় পার্টি, কৃষকলীগ, যুবলীগ, ঢাকা জেলা মানবাধিকার কমিশন, ছাত্রলীগ, ইসলামী যুব আন্দোলনসহ বিভিন্ন সংগঠন র‌্যালীসহ পুস্পস্তবক অর্পণ করে।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মুক্তিযোদ্ধা শাহ আবুবক্কর সিদ্দিক, ওসি মোস্তফা কামাল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাবেল, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান কিসমত ভূইয়া, দেওয়ান আওলাদ হোসেন, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান হিরোন, এস এম সাইফুল ইসলাম, জাহিদ হায়দার উজ্জল, শেখ আবুল কালাম আজাদ, যুব নেতা দেবাশীষ চন্দ, মহিলা নেত্রী ইয়াসমিন আক্তার, হালিমা আক্তার লাবন্য ভূইয়া, লিমা দেওয়ান, মায়ারানী বাউল, বিউটি চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রানা, দিপ্ত দেওয়ান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এসবি

  • সর্বশেষ
  • পঠিত