ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

ঢাকার পর এবার চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৪:১৯

ঢাকার পর এবার চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরীর একটি বস্তিতে আগুন লেগেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপোল সংলগ্ন ডেকোরেশন গলিতে অবস্থিত একটি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত আছেন নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় কুমার বসাক। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। অভিযানে অংশ নিচ্ছে পুলিশও।

এ ঘটনায় বস্তির আশপাশের বিভিন্ন ভবনের বাসিন্দাদের মধ্যেও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি আরো বলেন, বড় একটি বস্তি, প্রায় শতাধিক ঘর আছে, সেখানে আগুন লেগেছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টার দিকে আগুনের খবর পেয়ে ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

এর আগে শুক্রবার ভোর সোয়া চারটার দিকে ঢাকার মিরপুর ৭ নম্বর সেকশনের ঝিলপাড়ের চলন্তিকা বস্তিতে আগুন লাগে। সেই আগুনে নিঃস্ব হয়ে যায় শতাধিক পরিবার। দুই ঘণ্টার আগুনে বস্তির ঘর পুড়ে যায়।

সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারিদিকে পড়ে আছে পোড়া টিন-আসবাবপত্র। বস্তিতে পোড়া ধ্বংসস্তূপ হাতড়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। কেউ কেউ পুড়ে যাওয়া জিনিস হাতড়ে মূল্যবান জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন। অনেকে মাথায় হাত দিয়ে বিলাপ করছেন।

ফায়ার সার্ভিসের দেয়া তথ্য মতে, রাত ৪টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দেড় ঘণ্টায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন শতাধিক পরিবার।

  • সর্বশেষ
  • পঠিত