ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

নাইক্ষ্যংছড়িতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২১, ১৩:৪৬

নাইক্ষ্যংছড়িতে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২
ছবি: সংগৃহীত

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৯ হাজার পিস ইয়াবাসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল উপজেলার ভাল্লুখ্যাইয়া গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় ৪৯ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪৭ লাখ টাকা।

আটককৃত মাদক কারবারিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভাল্লুখ্যাইয়া গ্রামের নুরুল আলমের পুত্র আমির হোসেন ওরফে সোনা মিয়া (২৫), উপজেলার দৌছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লেমুছড়ি গ্রামের বাহির মাঠ এলাকার মৃত নুরুল হকের পুত্র করিমুল মোস্তাফা ওরফে আতুইয়্যা (২২)।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে এসআই অরুণ কুমার চাকমা, এসআই মুহাম্মদ গোলাম মোস্তাফা, এসআই মুফিজুল ইসলাম, এএসআই খাদেমুল হক ও এএসআই মো. মোজাম্মেল হকের সঙ্গীয় ফোর্সের সাঁড়াশি অভিযানে ৪৯ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ আরো জানায়, নাইক্ষ্যংছড়ি ভাল্লুখ্যাইয়া সীমান্ত হওয়ায় তারা দীর্ঘদিন ধরে মায়ানমার থেকে ইয়াবাসহ বিভিন্ন অবৈধ কাজ কারবার করে আসছে বলে এলাকার একাধিক সূত্রে জানা যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আলামতসহ বান্দরবান জেল হাজতে পাঠানো হয়।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত