ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৮

শিক্ষকদের প্রতি শিক্ষামন্ত্রীর নতুন নির্দেশনা

দেশের সকল শিক্ষকদের প্রতি আবারও কিছু নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আপনাদের আরও সচেতন হতে হবে। এমন শিক্ষা দিতে হবে যেন সেটা মানসম্পন্ন হয়। আমার শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে বিশ্ব নাগরিক হতে পারে।’

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

আরো পড়ুন: বেতনের পর এবার রেশন চাইলেন প্রাথমিক শিক্ষকরা!​

সুশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে দীপু মনি বলেন, ‘এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শতভাগ শিক্ষার্থী নিয়ে আসলেই চলবে না, শিক্ষাটা হতে হবে মানসম্পন্ন। যেন আমার শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা পেয়ে বিশ্বনাগরিক হতে পারে। যে কোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়ে চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে।’

মন্ত্রী বলেন, ‘এখন আমরা অনেক কাজ করছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। কাজগুলো খুব মান সম্পন্ন হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পেড়েছেন। অন্য কারও পক্ষে এটি করা সম্ভব হতো না। দেশে দুর্নীতি এখন নেই বললেই চলে।’

আরো পড়ুন: ‘ঐচ্ছিক বদলি চালু হলেই শিক্ষকদের দুর্নীতি বন্ধ হবে’​

তিনি বলেন, ‘তারপরেও অনিয়মের যে খবর মানুষ পায়, তা তথ্য প্রযুক্তির উন্নতির ফলেই সম্ভব। আগের সরকার তথ্য প্রযুক্তির উন্নয়ন করতে না পারায় তাদের অনিয়মের খবরও পাওয়া যেত না। এখন আমরা যেই পর্যায়ে এসে পৌঁছেছি এতে করে কোন কাজেই অনিয়ম ও দুর্নীতি করতে দেওয়া হবে না।’

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিশু গবেষক প্রফেসর সমির কে সাহা, জয়নাল আবেদীন সিআইপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

আরো পড়ুন: সরকারি চাকরিজীবীদের তিনটি ইনক্রিমেন্ট, নবম বেতন কমিশন গঠনে চিঠি

অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যসহ প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত