ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ব্র্যাক স্কুলের প্রশংসায় পঞ্চমুখ গণশিক্ষা প্রতিমন্ত্রী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২০, ২০:০৬

ব্র্যাক স্কুলের প্রশংসায় পঞ্চমুখ গণশিক্ষা প্রতিমন্ত্রী

এবার দেশের ব্র্যাক স্কুলের ভূয়ষী প্রশংসা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি বলেছেন, যে সব গ্রামের শিক্ষার্থীরা বর্ষাকালে পানির জন্য নৌকা ছাড়া বিদ্যালয়ে যেতে পারে না সেখানে ব্র্যাক শিক্ষাতরী স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের সংগ্রহ করে শিক্ষার ব্যবস্থা করে দেয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।

আরো পড়ুন: ১১টার মধ্যে স্কুল শেষ করার নির্দেশ!​

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্র্যাক শিক্ষাতরী স্কুল পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আরো পড়ুন: দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন​

প্রতিমন্ত্রী জাকির হোসেন আরও বলেন, ‘সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য। ইতোমধ্যে বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ কোমলমতি শিক্ষার্থীকে ভর্তি করানো সম্ভব হয়েছে।’

আরো পড়ুন: সব প্রাথমিক স্কুল বন্ধের ঘোষণা!

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সরকারের পাশাপাশি দরিদ্র, শিক্ষাবঞ্চিত, যোগাযোগ বিচ্ছিন্ন হাওর ও নিম্নাঞ্চল এলাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক শিক্ষাতরী কাজ করছে। এছাড়া সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য মূল স্রোতধারার শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করে যাচ্ছে।’

আরো পড়ুন: ১১টার মধ্যে স্কুল শেষ করার নির্দেশ!​

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল ও শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ জার্নাল/এইচকে /ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত