ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

৬ নম্বর বাচ্চা পেটে নিয়ে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

  ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ১৮:৫৬

৬ নম্বর বাচ্চা পেটে নিয়ে শিক্ষকের স্ত্রীর আত্মহত্যা

৬ নম্বর সন্তান পেটে থাকা অবস্থায় এক শিক্ষকের স্ত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘিলাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার আগে আয়েশা খাতুন (৩০) নামে ওই নারী একটি চিরকুটও লিখে রেখে গেছেন। তার স্বামী একটি মাদ্রাসার শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ৫ সন্তানের জননী এবং ৪ মাসের গর্ভবতী আয়েশা খাতুন নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এমন একটি চিরকুট লিখে রেখে বাড়ির বাথরুমে রশি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

আয়েশা খাতুনের ৫ বাচ্চার মধ্যে বড় সন্তানের বয়স ১২ বছর, কোলের বাচ্চার বয়স ৫ মাস এবং গর্ভের সন্তানের বয়স ৪ মাস। তার মরদেহ টয়লেট থেকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি তদন্ত মো. চাঁদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ পাঠানো হবে।

চিরকুটে লেখা ছিল- প্রিয়, মা, বাবা, ভাই, বোন আমার পাঁচটা ছোট ছোট বাচ্চার রান্না, ধোয়া গোছানো, খাওয়ানো, পড়ানো তার পাশাপাশি অনেক টাকা ঋণের টেনশনে আমি আধা-মরা, তার মধ্যে দিয়ে আবার ৬ নাম্বার বাচ্চার টেনশনে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম। এর জন্য দায়ী কেহ নয়। সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত