ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনা উপসর্গ নিয়ে প্রাথমিক শিক্ষকের মৃত্যু

  ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২০, ১১:৩৯

করোনা উপসর্গ নিয়ে প্রাথমিক শিক্ষকের মৃত্যু
ফাইল ফটো

ঝালকাঠির রাজাপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন হরিদাস চন্দ্র হালদার (৫০) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক।

রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নে ৭৮নং চড়খালি তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস চন্দ্র শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত শনিবার (৯) ১১টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় মারা যান তিনি।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার জানান, খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে ওই বাড়ি পাঠিয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে এবং রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওকে নমুনা সংগ্রহের জন্য বলা হচ্ছে। তার দাহ ও স্বজন-স্থানীয়দের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। ওই শিক্ষকের বাড়ি থেকে ফিরে স্বজনদের বরাদ দিয়ে সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, শিক্ষক হরিদাস চন্দ্র হালদার কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন। তাকে স্বজনরা চিকিৎসার জন্য পিরোজপুর নেয়ার পথিমধ্যে বেবুটিয়া ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়। এর আগে তিনি ২ বার স্ট্রোক করেছিলেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত