ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মায়ের ফেলে যাওয়া শিশুর পাহারায় শিয়াল-কুকুর!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ১১:১৮  
আপডেট :
 ২১ অক্টোবর ২০২০, ১১:২৫

মায়ের ফেলে যাওয়া শিশুর পাহারায় শিয়াল-কুকুর!
ফাইল ফটো

ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজার জামে মসজিদের সামনে মায়ের ফেলে যাওয়া সদ্য নবজাতক একটি ছেলে সন্তানকে সারারাত ধরে পাহারা দিয়েছে কুকুর ও শিয়াল। ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্য। এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সকালে ওই নবজাতকটিকে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, ভোরে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে মসজিদে আসতে থাকলে ধীরে ধীরে শিয়াল-কুকুর নবজাতকটি ফেলে রেখে চলে যায়। তবে শিশুটিকে না নেয়া পর্যন্ত কিছু দূরে অপেক্ষা করে দুটি কুকুর। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে ওই কুকুর দুটির ছবি তুলতে গেলে বিকট শব্দে ঘেউ ঘেউ করে দৌড়ে চলে যায়।

পরে কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. রবিউল করিম রোবেল ওই নবজাতকটি তার হেফাজতে নেন। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ ওই শিশুটি দেখতে বণিক সমিতির সভাপতি রবিউল করিম রোবেলের বাসায় এসে ভিড় জমায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাতে এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদে তালা লাগিয়ে চলে যাওয়ার পর বাজারের পাহারাদাররা মসজিদের সামনের মাঠ থেকে একজন বোরকা পরিহিত নারীকে বের হয়ে যেতে দেখেন। তখন তারা বিষয়টি অনুমান করতে না পারলেও নবজাতকটি উদ্ধারের পর তাদের ধারণা ওই নারীই নবজাতকটি মসজিদের সামনে রেখে যায়।

এ ব্যাপারে কালামপুর বাজার কমিটির সভাপতি মো. রবিউল করিম রোবেল বলেন, অবাক হলেও সত্য যে মায়ের ফেলে যাওয়া সন্তানটি মসজিদের সামনে রাতভর শিয়াল ও কুকুর পাহারা দিয়ে রাখে। পরে বুধবার ভোরবেলা ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা যখন মসজিদের সামনে যান, তখন আস্তে আস্তে ওই নবজাতক রেখে শিয়াল-কুকুর চলে যায়।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, নবজাতকটি উদ্ধারের পর বাজার কমিটির সভাপতি মো. রবিউল করিম রোবেল বুধবার সকালে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। নবজাতকটির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

দাফনের আগে নড়ে উঠল মৃত ঘোষিত নবজাতক

ব্যাগের ভেতর নবজাতক: দত্তক নিতে আগ্রহী ৩৫০

রাস্তার পাশে পড়ে ছিলো জীবিত নবজাতক

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত