ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নতুন ২০ জনসহ ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ২৫৮৬

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২০, ১০:৫২  
আপডেট :
 ২১ নভেম্বর ২০২০, ১৩:২৭

নতুন ২০ জনসহ ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ২৫৮৬
করোনা ভাইরাস, ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় নতুন ২০ জনসহ ৩০ জন মহামারি করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট ২৫৮৬ জনের করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত এ জেলায় সংক্রমিত হয়ে ৪২ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ২৪৩৩ জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল রাতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১৩৭টি নমুনা রিপোর্টের মধ্যে নতুন ২৩ জন ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল পিসিআর ল্যাবের ১৫টি নমুনা রিপোর্টের মধ্যে ৭ জনসহ জেলায় ৩০ জন সংক্রমিত হয়েছেন।

এদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, কসবা উপজেলায় ২ জন, আশুগঞ্জ উপজেলায় ২ জন, নবীনগর উপজেলায় ২ জন, সরাইল উপজেলায় ২ জন ও আখাউড়া উপজেলায় ২ জন শনাক্ত হন।

এখন পর্যন্ত জেলায় ২৫৮৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ১০১৮ জন, আখাউড়া উপজেলায় ২০৮, বিজয়নগরে ৮০, নাসিরনগরে ১০৮, বাঞ্ছারামপুরে ১৬৮, নবীনগরে ৪০৭, সরাইলে ১২৩, আশুগঞ্জে ২০৯ ও কসবা উপজেলায় ২৬৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেছেন ৪২ জন। যার মধ্যে সদরে ১৩, আখাউড়ায় ১০, বিজয়নগরে ২, নাসিরনগরে ১, বাঞ্ছারামপুরে ৩, নবীনগরে ১১, সরাইলে ১ ও কসবা উপজেলার ১ জন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত